দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫,৯৪০, মৃতের সংখ্যা ২,৭৫২

দিল্লি, ১৬ মেঃ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫, ৯৪০। দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩, ৯৭০ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২, ৭৫২। এর মধ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৩, ০৩৫। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০, ১৫২।


মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯, ১০০। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ১০, ১০৮। গুজরাতে আক্রান্ত ৯, ৯৩১। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৮, ৮৯৫। রাজস্থানে আক্রান্ত ৪, ৭২৭। মধ্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ৪, ৫৯৫। উত্তর প্রদেশে আক্রান্ত ৪, ০৫৭।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş