বাগডোগরা, ১৭ ডিসেম্বরঃ জীবিত হয়েও ভোটারকে দেখানো হয়েছে মৃত লিস্টে।আতঙ্কে সেই মহিলা ভোটার শিবানী পাল। বাগডোগরার ঘটনা।
জানা গিয়েছে, ৫৮ বছর বয়সী শিবানী পাল বাগডোগরার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা।বাগডোগরার গান্ধী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।গতকাল প্রকাশিত হয় খসড়া তালিকা।তবে সেই ভোটার লিস্টে তাকে মৃত দেখানো হয়।এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। SIR ফর্ম পূরণ করে BLO কে জমা দিয়েও কীভাবে মৃত দেখানো হল তা নিয়ে ধন্দে গোটা পরিবার।দ্রুত বিষয়টি প্রশাসন দেখুক বলে জানিয়েছে শিবানী দেবী।
অন্যদিকে বিএলওর দাবি, এই মহিলার নাম মৃত লিষ্টে পাঠানো হয়নি। কীভাবে হল তা জানা নেই। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এই বিষয়ে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, জীবিত ভোটারের নাম বাদ দিতে পারে না। বিএলও লিস্টে ওনার নাম মৃত নেই অথচ তাকে মৃত দেখানো হয়েছে।কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন চক্রান্ত করছে এসআইআরের নামে।

