‘শিলিগুড়ির মানুষকে যোগ্য প্রার্থী দেবে বিজেপি’- রাজু বিস্ত

শিলিগুড়ি, ১০ মার্চঃ ‘শিলিগুড়ির মানুষকে যোগ্য প্রার্থী দেবে বিজেপি’-বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন সাংসদ রাজু বিস্ত।


এদিন মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি।গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শিলিগুড়িতে মমতা ব্যানার্জির মিছিল সমাবেশকে নাটক বলে কটাক্ষ করেন তিনি।

বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে বিজেপির প্রার্থী কে হচ্ছে এই প্রশ্নের উত্তরে রাজু বিস্ত বলেন, ‘শিলিগুড়িবাসীকে যোগ্য প্রার্থী দেবে বিজেপি।বিজেপি এমন একজনকে প্রার্থী করবে যে জনগণের জন্য কাজ করেন এবং জনগণের কথা ভাবেন’।


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar