ওয়াটার রিজার্ভারে কিছুদিন জল আসার পর ফের বন্ধ, জল সমস্যায় রাজগঞ্জের বিভিন্ন গ্রামের মানুষ    

রাজগঞ্জ, ২০ মেঃ জল সমস্যা মেটাতে জায়গায় জায়গায় বসানো হয়েছিল ওয়াটার রিজার্ভার।কিন্তু সেখানে কিছুদিন জল আসার পর ফের তা বন্ধ হয়ে যায়।সমস্যায় বাসিন্দারা।


রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের সাহুডাঙ্গিতে বাম আমলে সজলধারা প্রকল্পে পানীয় জল প্রকল্প করা হয়।ওই প্রকল্প থেকে সাহুডাঙ্গি, আশ্রমপাড়া, ছত্তরপাড়া, তেলানিপাড়া ও নাউয়াপাড়ায় নলবাহিত আর্সেনিক মুক্ত জল পানীয় জল সরবরাহের জন্য ছোট ছোট বেশকয়েকটি ওয়াটার রিজার্ভার বসানো হয়েছিল।কয়েক মাস জল সরবরাহের পর ফের প্রকল্পটি বন্ধ হয়ে যায়।যেকারনে সমস্যায় রয়েছেন বাসিন্দারা।

এদিন বাসিন্দারা জানান, এই জল প্রকল্পটি চালু হওয়ার পর প্রায় এক বছরের মত আমরা জল পেয়েছি। কিন্তু অজ্ঞাত কারণে জল সরবরাহ বন্ধ হয়ে যায়।এরফলে জলের সমস্যায় রয়েছি।নিরুপায় হয়ে আইরন যুক্ত জলই খেতে হচ্ছে।অনেকে জল কিনে খাচ্ছেন।এই জল প্রকল্পটি চালু হলে বা এলাকায় নতুন করে জল সরবরাহ করা হলে মানুষের সুবিধা হবে।


এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ বলেন, জল প্রকল্প বন্ধ রয়েছে জানা ছিল না। বিষয়টি আজ শুনলাম।কিভাবে জল প্রকল্পটি চালু করা যায় সেই ব্যবস্থা করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Giriş