বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তার জল, জলপাইগুড়িতে জলের তলায় প্রায় ১৭টি গ্রাম

জলপাইগুড়িঃ পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির জেরে জলের তলায় জলপাইগুড়ির তিস্তা সংলগ্ন প্রায় ১৭টি গ্রাম, বিপাকে কয়েক হাজার পরিবার। জীবনের ঝুঁকি নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন গ্রামবাসীরা।


ইতিমধ্যেই তিস্তা সংলগ্ন এলাকায় প্রশাসনের তরফে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত ও গজলডোবা থেকে হলদিবাড়ি পর্যন্ত তিস্তা লাগোয়া প্রায় সমস্ত গ্রামই এখন জলের তলায়।

গ্রামবাসীরা জানান, আজ সকাল থেকে নদীর জল আরও বেড়েছে। তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সর্তকতা। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। সময় যত বাড়ছে নদীর আরও জল ভয়াবহ হয়ে উঠছে। বাড়িঘর ছেড়ে বাঁধে উঠে আসতে শুরু করেছেন গ্রামবাসীরা, ত্রিপল টাঙিয়ে উঁচু যায়গায় রাত কাটাচ্ছেন।


জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি, বিধায়ক প্রদীপ কুমার বর্মা সহ পুরসভার প্রতিনিধি ও বিডিও অফিসের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ ত্রিপল,  শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে মিলছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *