জমি দখলমুক্ত ঘিরে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, আটক একাধিক

শিলিগুড়ি,৮ এপ্রিলঃ দীর্ঘদিন ধরে মামলা চলছিল। অবশেষে হাইকোর্টের নির্দেশে জমি ফেরত পেলেন আসল মালিক।এদিকে জমিতে বেআইনিভাবে বসবাসকারীদের সরানো ঘিরে শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়াল শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গপল্লীতে।


শিলিগুড়ির বাসিন্দা প্রতিভা সাহা বহুদিন আগে হাইকোর্টে মামলা দায়ের করেন।অভিযোগ করেন গৌরাঙ্গপল্লীতে ১ বিঘা জমি দখল করা হয়েছে।সেখানে বেশকিছু বাড়ি হয়ে গিয়েছে।প্রায় ৪ বছর হাইকোর্টে মামলা দায়েরের পর হাইকোর্ট কিছুদিন আগে প্রতিভা দেবীর পক্ষে রায় দিয়ে জমি দখলমুক্ত করার নির্দেশ দেয় পুলিশকে।শুক্রবার সকালে ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় সেখানে।এরপরই জমিতে বসবাসকারীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে।কাজেও বাঁধা দিতে থাকে বলে অভিযোগ।বেশকয়েকজনকে আটক করে পুলিশ।তাঁদের ভক্তিনগর থানায় নিয়ে যাওয়া হয়।পরে বাড়িগুলিকে প্রশাসনের তরফে ভেঙে দেওয়া হয়েছে।বাসিন্দারা দাবি করেন, বহু বছর ধরে তাঁরা রয়েছেন।একজনের থেকে জমি কিনেছিলেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *