শিলিগুড়ি, ৯ মেঃ জমি মাফিয়াদের ধরতে অভিযান শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বহু জমি মাফিয়াকে।লাগাতার চলছে পুলিশের এই অভিযান।
রবিবার অভিযান চালিয়ে এক জমি মাফিয়া মেরী ও তার ছেলে আইবুল ইসলামকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।জানা গিয়েছে, ধৃত মহিলার আসল নাম আজোয়ারা বেগম।মেরী নামেই পরিচিত সে।ফুলবাড়ি পশ্চিম ধনতলার বাসিন্দা।দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে জমি প্রতারণা করে আসছিল সে।বিভিন্ন সময়ে অভিযুক্ত মহিলার নামে থানায় একাধিক অভিযোগও রয়েছে।
পাশাপাশি আরও ৫ জন জমি মাফিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম ইদ্রিস আলী,জাহিরুল হক,এজারুল হক,সাজিবর রহমান ও আতাউল ইসলাম।
সোমবার ধৃত মহিলা ও তার ছেলে সহ আরও ৫ জনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।