জমি দখল করে নেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে

রাজগঞ্জ,৩১ জানুয়ারিঃ রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েত এলাকায় আদিবাসীদের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ, আদিবাসীদের জমি রাতের অন্ধকারে দখল নেওয়ার চেষ্টা করছে জমি মাফিয়ারা। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জমেছে আদিবাসীদের মধ্যে।
জমির মালিকদের পক্ষে মনিরাম ওঁরাও বলেন, সরস্বতীপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় মাফিয়ারা আদিবাসীদের প্রচুর জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি পুলিশকে জানানো হলেও লিখিত অভিযোগ রিসিভ করছে না। ২৬ টি পরিবারের প্রায় ১৩০ বিঘা জমি রয়েছে। সেই জমি হাতছাড়া হওয়ার আশঙ্কায় জমির মালিকরা একটি কমিটি তৈরি করে দা- কাচি নিয়ে জমি পাহারা দিচ্ছেন। 
এ ব্যাপারে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ জানিয়েছে, ওই জমির ব্যাপারে কিছু জানা নেই। জমির মালিকরা লিখিত অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। 
রাজগঞ্জের বিডিও এনসি শেরপা বলেন, মান্তাদারি এলাকায় আদিবাসীদের জমি জবরদখলের বিষয়ে আমাকে কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে দেখা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *