আইন ভঙ্গকারীদের হলনা জরিমানা, তার বদলে খেতে হল পিঠে-পুলি

বিধাননগর,১৬ জানুয়ারিঃ কারো মাথায় নেই হেলমেট। আবার কেউ বাইক চালাতে চালতে কথা বলছেন মোবাইলে। ট্রাফিক পুলিশ ধরলেও হলনা জরিমানা, বরং তার বদলে খেতে হল পিঠে-পুলি। এমনই অভিনব কায়দায় ঘোষপুকুর ট্রাফিক পুলিশের সহযোগিতায় আইন ভঙ্গকারীদের সচেতন করলো বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটি। উপস্থিত ছিলেন সমাজসেবী মিন্টু দাস, চন্দন, রাজু দাস।
ট্রাফিক ওসি সঞ্জীব দত্ত জানান, মানুষের মধ্যে পথ নিরাপত্তা  নিয়ে ব্যতিক্রম ভাবনা নিয়েছে বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটি। ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস জানান, গাড়ি ও বাইক চালকদের সচেতন করতে প্রতি বছর আমাদের নতুন ভাবনা থাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis