জটিল রোগে আক্রান্ত ছোট্ট শুভ, চিকিৎসার জন্য সাহায্যের আর্জি বাবা- মায়ের

শিলিগুড়ি, ১৪ মেঃ জন্মের পর থেকেই জটিল রোগে আক্রান্ত দেড় মাসের ছোট্ট শিশু শুভ সাহা। চিকিৎসার জন্য সাহায্যের আর্জি বাবা- মায়ের।


জানা গিয়েছে, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত পূর্ব ফকদই বাড়ির বাসিন্দা কার্তিক সাহা এবং লক্ষ্মী সাহা।চলতি বছরের ২৬ মার্চ দিল্লিতে ছেলের জন্ম দেন মা লক্ষ্মী সাহা।জন্মের আগেই জটিল রোগ ধরা পড়ে ছোট্ট শুভর।জন্মের পর বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েও কোন লাভ হয়নি।এরপর সেখান থেকে ছোট্ট শুভকে নিয়ে শিলিগুড়িতে চলে আসেন তারা।

পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে  নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকেরা শুভকে বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।এরপর মাটিগড়ার একটি বেসরকারি হাসপাতালে শুভকে দেখানো হয়।সেখানে অস্ত্রপচারের জন্য প্রায় পাঁচ লক্ষ টাকার খরচের কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ।


এদিকে শুভর বাবা কার্তিক সাহা আসবাবপত্রের কারিগরের কাজ করতেন।ছেলে জটিল রোগে আক্রান্ত হওয়ার পর থেকে সেই কাজও হাতছাড়া হয়ে যায়।এই পরিস্থিতিতে ছেলের চিকিৎসা নিয়ে মাথায় হাত পরিবারের সদস্যদের।এই পরিস্থিতিতে ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন তারা।

কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে এই 9382134117 নম্বরে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *