শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বরঃ দূর্গা পুজো উপলক্ষে শিলিগুড়ির যৌনকর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দিল শিলিগুড়ির আশালতা ফাউন্ডেশন।
মঙ্গলবার বিকেলে এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যৌনপল্লীর প্রায় ৫৫ জনকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।যেখানে যৌনকর্মীরা নিজেদের পছন্দমতো সারি পছন্দ করে নেন।
এদিন আশালতা ফাউন্ডেশনের সদস্যা সুনন্দ দত্ত বলেন, যাদের দুয়ারের মাটি ছাড়া দূর্গা পূজা অসম্ভব আজ তারাই পূজা আনন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে।পুজোয় নতুন বস্ত্র কিনতে পারছে না।সেই কথা মাথায় রেখে আশালতা ফাউন্ডেশনের পক্ষ থেকে যৌনপল্লীর বাসিন্দাদের হাতে এই নতুন বস্ত্র গুলি তুলে দেওয়া হল।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিঙ্কি চৌধুরী,সুমন পাল,সুমিত শর্মা,পল্লবী শর্মা,সঙ্গীত গুপ্তা, শুভজিৎ তলাপত্র সহ অন্যান্যরা।
Kubsundar