ফাঁসিদেওয়া, ২১ মেঃ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।ফাঁসিদেওয়ার জালাস নিজামতারা অঞ্চলের মাদারবক্স গ্রামের ঘটনা।মৃতের নাম রোমিনশিস মিঞ্জ(৩১)।
জানা গিয়েছে, রবিবার সকালে পরিবারের লোকজন বহুবার ডাকাডাকি করার পর সাড়া না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢুকেই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত রেলওয়ে দপ্তরের গেটম্যানের চাকরি করতেন।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।