রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে জেলা যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন

রাজগঞ্জ, ২৬ সেপ্টেম্বরঃ জেলা যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা আয়োজিত হল রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে।জলপাইগুড়ি জেলা কার্যকরী কমিটির পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার সাতটি ব্লক ও তিনটি পৌরসভা মিলিয়ে মোট দশটি বিদ্যালয়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।পাশাপাশি কুইজ প্রতিযোগিতা আয়োজনও করা হয়।


জানা গিয়েছে, এই যুব সংসদ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা নকল স্পিকার, মন্ত্রী, সাংসদ সেজে যুব সংসদে অংশগ্রহণ করেন।এই প্রতিযোগিতা আয়োজন করার মূল কারন ছাত্রছাত্রীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে চেতনা বৃদ্ধি করা।এছাড়া লোকসভা, রাজ্যসভা, বিধানসভা কিভাবে চলে সে সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা ও ভবিষ্যতে যাতে তারা সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া।

এদিনের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, অতিরিক্ত জেলাশাসক আশ্বিনি কুমার রায়, রাজগঞ্জের বিধায়ক  খগেশ্বর রায়, ডিপিএসসির চেয়ারম্যান লক্ষমোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্ণিমা রায়, জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ দেবাশীষ প্রামাণিক, অরিন্দম ব্যানার্জি, শেখ ওমর ফারুক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *