শিলিগুড়ি, ২৬ আগস্টঃ বৈকুণ্ঠপুর ফারাবাড়ি জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল আশিঘর থানার পুলিশ।মৃতের নাম পল্লাদ রায়(২৪)।মৃতের বাড়ি আশিঘর সংলগ্ন পূর্বপাড়া বারোয়ারী কালী মন্দির সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বৈকুণ্ঠপুর ফারাবাড়ি জঙ্গলে একটি গাছে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।এরপরই ঘটনার খবর দেওয়া হয় আশিঘর থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
মৃতের পরিবার সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরে গতকাল বাড়ি থেকে বেড়িয়ে যায় যুবক।এরপরই এই ঘটনার খবর পান মৃতের পরিবারের সদস্যরা।