রহস্যজনকভাবে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত, অভিযুক্তের ফাঁসির দাবীতে পথ অবরোধ

রাজগঞ্জ, ২৬ মার্চঃ রহস্যজনকভাবে রাজগঞ্জের নাকুগছে বাড়ির পাশে পুকুর থেকে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসীরা।যুবতীকে খুনের অভিযোগে শনিবার অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ।   


প্রসঙ্গত, প্রায় ১০ মাস আগে জলপাইগুড়ি কোতোয়ালি থানার গড়ালবাড়ি এলাকার শোভাগঞ্জের বাসিন্দা মমিনুল ইসলামের সঙ্গে সন্ন্যাসীকাটার নাকুগছের নাছিমা খাতুনের মোহর হয়।গত শুক্রবার ভোরে বাড়ির পাশে পুকুর থেকে সেই যুবতীর রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয়।ঘটনা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।ঘটনার পর পুলিশে অভিযোগ করেন মৃতার পরিবার।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে যুবতীকে খুনের অভিযোগে মমিনুলকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার অভিযুক্তের ফাঁসির দাবিতে জটিয়াকালী গাডরা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা।খবর পেয়ে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ।অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন বাসিন্দারা।


অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সৌকত আলি।

রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে।ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARScasibomcasibom girişCasibom Bonuscasibom mobil girişhttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom resmi giriş