পরিবারে আর্থিক সঙ্কট, অভাব: মাধ্যমিকে অষ্টম শিলিগুড়ির জুনাইনা

শিলিগুড়ি,৩ জুন: টিনের চালের বাড়ি৷মধ্যবিত্ত পরিবার৷করোনার জেরে আর্থিক সঙ্কট ছিল পরিবারে৷কিন্তু তার মেধা ও অধ্যাবসায় ফল এনে দিল৷ মাধ্যমিকে অষ্টম হয়ে নিজের পরিবারের পাশাপাশি শহর শিলিগুড়ির নাম উজ্জ্বল করল জুনাইনা পারভিন৷


শিলিগুরির সেবক রোডের সারদা শিশুতীর্থের ছাত্রী জুনাইনা এবার ৬৮৬ নম্বর পেয়ে মাধ্যমিকে অষ্টম হয়েছে৷শুক্রবার মাধ্যমিকের মেধা তালিকায় নিজের নাম শুনতে পেরেই আনন্দে আত্মহারা জুনাইনার পরিবার৷

মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবে খুশি জুনাইনার বাবা ও মা৷বাবা জাকির হুসেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত৷করোনার জেরে ব্যবসায় মন্দা থাকায় আর্থিক সঙ্কট ছিল৷কিন্তু মেয়েএর পড়াশোনায় কোনো বাধা আসতে দেননি৷আগামীতে জুনাইনার ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে৷ এদিন ফলাফল ঘোষণা হতেই তার বাড়িতে শুভেচ্ছা জানানোর জন্য পৌছান অনেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *