জঙ্গলে গ্যাস লাইটার, দেশলাই, অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বনদপ্তর 

রাজগঞ্জ,  ১৭ মার্চঃ এবার থেকে জঙ্গলে গ্যাস লাইটার, দেশলাই নিয়ে প্রবেশ করলেই নেওয়া হবে আইনানুগ ব্যাবস্থা। কিছুদিন থেকেই গজলডোবার কাছে বৈকুন্ঠপুর জঙ্গলের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা যাচ্ছে, যেকারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে গাছপালা ও বন্যপ্রানী। চোখজ্বালা, শ্বাসকষ্টের মত সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। এই ঘটনায় এবার নড়েচড়ে বসল বনদপ্তর। বৃহস্পতিবার বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনসংলগ্ন এলাকায় সতর্কতামূলক মাইকিং করে বলা হয় জঙ্গলে কেউ গ্যাস লাইটার ও দেশলাই নিয়ে প্রবেশ করতে পারবে না। আইন ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। 
প্রসঙ্গত সোমবার গজলডোবার কাছে বৈকুন্ঠপুর জঙ্গলে একাধিক জায়গায় ব্যাপক আগুন লাগে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ধোঁয়ার সৃষ্টি হয়। বুধবার রাতে ফারাবাড়ি নেপালিবস্তি এলাকায় জঙ্গলে ফের আগুন লাগার খবর পাওয়া যায়।
রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, গরমের মরশুমে জঙ্গলে পড়ে থাকা শুকনো পাতায় কেউ ধূমপান করে অবশিষ্টাংশ ফেললে তা থেকেই আগুন ধরে যেতে পারে, আরও বিভিন্ন ভাবে আগুন লাগানো হতে পারে। সেকারনে আজ মাইকিং করে গ্যাস লাইটার, দেশলাই নিয়ে জঙ্গলে প্রবেশ বারণ বলে জানানো হলো।    
এছাড়া হোলির উৎসবের মরসুমে একশ্রেণীর মানুষ জঙ্গলে শিকার করতে আসে,  তাই আজ গৌড়িকন,  মান্তাদারি,  বাতাসিভিটা ও শিকারপুর বিট এলাকায় মাইকিং করে গ্যাস লাইটার, দেশলাই এর পাশাপাশি অস্ত্র নিয়েও জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *