শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ শিলিগুড়ি ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় একটি জুতোর কারখানায় চুরির অভিযোগে কারখানারই এক কর্মীকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম কৃষ্ণ সরকার।
জানা গিয়েছে, গত ছয় মাস আগে ফ্যাক্টরির মালিক চিকিৎসার জন্য কিছুদিন ভিনরাজ্যে ছিলেন।সেই সুযোগ নিয়ে জুতো তৈরির পিতলের বেশকয়েকটি কাঠামো বিক্রি করে দেয় কৃষ্ণ সরকার।কাঠামোর মূল্য ছিল প্রায় কুড়ি লক্ষ টাকা।মালিক বিষয়টি জানতে পেরেই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।তারপর থেকেই গা ঢাকা দেয় অভিযুক্ত।
ঘটনার তদন্তে নেমে অবশেষে সোমবার কৃষ্ণ সরকারকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।