জুয়ার আসরে অভিযান পুলিশের, গ্রেফতার ৬

ফুলবাড়ি, ৯ ডিসেম্বরঃ ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের পশ্চিম ধনতলার শালবাগান এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম মনসুর আলি,শাহ আলম,গোপাল সরকার,শাহজাহান আলম,সাজেন মহম্মদ এবং নজিবর রহমান।


দীর্ঘদিন ধরে চলছিল বহিরাগত ও স্থানীয়দের জুয়ার আসর।এদিন হঠাৎই সেই জুয়ার আসরে হানা দেয় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ঘটনাস্থল থেকে বেশকয়েকজন পালিয়ে গেলেও ৬ জনকে ধরে ফেলে পুলিশ।ঘটনাস্থল থেকে আটক করা হয় ৩টি বাইক।গোটা ঘটনার তদন্তে পুলিশ।   

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanjojobet girişCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelcasibom girişCasibom