শিলিগুড়ি, ১২ ডিসেম্বরঃ বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বিক্রির জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট।বিষয়টি নজরে আসতেই শিলিগুড়ির সংহতি মোড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে কচ্ছপদুটিকে উদ্ধার করল বেলাকোবা বনবিভাগের বনকর্মীরা।ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি।
জানা গিয়েছে, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ২টি কচ্ছপের ভিডিও পোস্ট করা হয়।সেই ভিডিও নজরে আসে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের।এরপর তার টিমকে নিয়ে তদন্ত শুরু করেন।এরপর রবিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সহযোগিতায় হাকিমপাড়ার সংহতি মোড়ে একটি বাড়িতে অভিযান চালানো হয়।সেই বাড়ি থেকে উদ্ধার হয় বিলুপ্ত প্রজাতির ২টি কচ্ছপ।এই ঘটনায় বাড়ির মালিক বাপী দত্তকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে জানতে পারি।এই কচ্ছপের বাজারমূল্যও অনেক বেশি।বাপী দত্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কচ্ছপ বিক্রির পরিকল্পনা করেছিল।এর পেছনে আরও অনেকে যুক্ত থাকতে পারে।তার তদন্ত করা হচ্ছে।তিনি আরও বলেন, কচ্ছপ বাড়িতে রাখা বেআইনি।এই অভিযোগে ৭ বছরের জেল হতে পারে।
আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।