শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন থারুঘাঁটি সাহু নদীর ব্রীজের কাছে অভিযান চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুজনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ।বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরসাইকেল।ধৃতদের নাম সঞ্জয় সিংহ এবং পদ্ম সিংহ।দুজন নকশালবাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে নিষিদ্ধ কাফ সিরাপ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে প্রথমে আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫০ বোতল কাফ সিরাপ।এরপরই গ্রেফতার করা হয় দুজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজারমূল্য ১১ হাজার টাকা।দীর্ঘদিন ধরেই দুই ব্যক্তি এই কারবারের সঙ্গে যুক্ত।ধৃত দুজনকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
