রাজগঞ্জের দুঃস্থ ও মেধাবী ছাত্রী কল্পনা রায়েকে সংবর্ধনা দিল শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন

রাজগঞ্জ, ৪ জুনঃ রাজগঞ্জের দুঃস্থ ও মেধাবী ছাত্রী কল্পনা রায়েকে সংবর্ধনা দিল শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন  ইউনিক ফাউন্ডেশন।শনিবার সংস্থার সদস্যরা ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কিছু আর্থিক সাহায্য করেন।


প্রসঙ্গত, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সেল্টারবাড়ি গ্রামের গোপাল রায়ের স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার।তিনি গরমের সময়ে আইসক্রিম, শীতের সময় চাট-ঘুগনি এবং কখনও প্যাটিস বিক্রি করেন।গ্রামে গ্রামে ঘুরে ফেরি করে যেটুকু উপার্জনে হয় তা দিয়েই কোনোরকমে সংসার চলে।তার বড় মেয়ে কল্পনা রায় এবার মাধ্যমিকে ৫৯৯ নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।পরবর্তীতে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা থাকলেও আর্থিক সমস্যা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।তাই পরিবারের তরফে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন।

এই বিষয়ে সংস্থার সদস্য অনুপ বসু বলেন, গ্রামের গরিব পরিবারের মেয়ে কল্পনা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ভালো রেজাল্ট করেছে তা প্রশংসার যোগ্য।কল্পনা উচ্চাকাঙ্খা নিয়ে পড়াশোনা করতে চায়।তাই যেখানে যখন সমস্যায় পড়বে তার পাশে থাকার চেষ্টা করা হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *