অপেক্ষার অবসান, নকশালবাড়ি স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন

নকশালবাড়ি, ২৭ মেঃ বহু প্রতিক্ষার পর কাঞ্চনকন্যা এক্সপ্রেসের নতুন স্টপেজের সূচনা হল নকশালবাড়ি রেল স্টেশনে।


শনিবার শিয়ালদহ – আলিপুরদুয়ারগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের নতুন স্টপেজের উদ্বোধন করলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত। উপস্থিত ছিলেন মাটিগাড়া- নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, এডিআরএম সঞ্জয় চিলওয়ারয়ার সহ  রেলের আধিকারিক,নকশালবাড়ি ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।

এডিআরএম সঞ্জয় চিলওয়ারয়ার জানান, একমাসের জন্য পরীক্ষামূলকভাবে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হল। টিকিট বিক্রি ও যাত্রী ওঠানামার ওপর লক্ষ্য রেখে পরবর্তীতে অন্যান্যা ট্রেন স্টপেজ দেওয়া হবে।


অন্যদিকে সাংসদ রাজু বিস্ত জানান, নকশালবাড়ি স্টেশন একটি ঐতিহাসিক স্টেশন। মানুষের দাবীর কথা মাথায় রেখে কাঞ্চনকন্যার স্টপেজ দেওয়া হল। এর ফলে সাধারণ মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ী, নেপাল থেকে আসা যাত্রী ও পড়ুয়াদের সুবিধা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO