সন্ধ্যে নামতেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে অসামাজিক কার্যকলাপ!নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

শিলিগুড়ি, ১৪ জানুয়ারিঃ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে ঢেলে সাজাতে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শুরু হয়েছে উন্নয়নের  কাজ।এদিকে অন্ধকার নামতেই স্টেডিয়াম চত্বরে চলছে অসামাজিক কার্যকলাপ।বসছে মদের আসর।এরপরই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আসন্ন ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন।


বিধান মার্কেটের কাছে স্টেডিয়ামের মেলা চত্বর এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাল্টিজিম এলাকা সন্ধ্যের পর পরিত্যক্ত অবস্থায় থাকে।তবে আগে একটি হস্টেল থাকায় এলাকা জমজমাট ছিল।তবে বর্তমানে হস্টেলটি না থাকায় সেখানে বাড়ছে অসামাজিক কার্যকলাপ।বসছে মদের আসর।১,২,৩,৪,৫,৬ নম্বর গেট সংলগ্ন গ্যালারির ভেতরে পড়ে থাকছে মাদকের বোতল।স্বাভাবিকভাবেই স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

এই বিষয়ে শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক কুন্তল গোস্বামী বলেন, স্টেডিয়ামের ভেতরে এসব কাম্য নয়।আমরা এই বিষয়টিকে দেখব।বিষয়টি প্রশাসন এবং পুরনিগমকে জানাবো।


ক্রীড়া প্রেমী অনুপ বসু বলেন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নতুনভাবে কাজ শুরু হয়েছে।অনেকেই বাইরে থেকে আসছে কাজ করতে।মেয়রের কাছে আবেদন করবো এখানে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করার জন্য।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, বাউন্ডারি ওয়াল,সিকিউরিটি,সিসি ক্যামেরা সমস্ত ব্যবস্থা করছি।যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তা নিয়ে আমরা কড়া ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *