শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ শিলিগুড়িতে উদ্ধার হওয়া ক্যাঙারু এবার শোভা বাড়াতে পারে বেঙ্গল সাফারির।সব ঠিকঠাক থাকলে এবার শহরবাসী ক্যাঙারু দেখতে পারবেন সাফারি পার্কে।
বনদপ্তর সূত্রে খবর, তিনটি ক্যাঙারু শাবক বর্তমানে বেঙ্গল সাফারি পার্কে চিকিৎসাধীন রয়েছে।দ্রুত তাদের ওপেন এনক্লোজারে রাখা হবে।তবে এখনই পর্যটকদের নজরে আনা হবে না।সেক্ষেত্রে তাদের কিছুটা সময় দেওয়া হবে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।
গত ১ এপ্রিল শিলিগুড়ি সংলগ্ন বৈকুন্ঠপুর ডিভিশনের গজলডোবা এবং ফাঁড়াবাড়ি থেকে উদ্ধার হয় তিনটি ক্যাঙারু শাবক।কিছুটা দুর্বল রয়েছে শাবকগুলি।তবে অনেকটাই সুস্থ বলে খবর।সাফারি পার্কে লেপার্ড ক্যাটের জন্য তৈরি করা একটি এনক্লোজারে ক্যাঙারু শাবকদের রাখা হবে।তবে পর্যটকের সামনে আনা হবে না।
এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া সাংমু শেরপা জানান, ক্যাঙারুগুলিকে অবজার্ভেশনে রাখা হয়েছে।স্যালাইন দেওয়া হচ্ছে।সুস্থ হয়ে উঠলে তাদের ওপেন এনক্লোজারে পাঠানো হবে।তবে এখনই পর্যটকদের সামনে আনা হচ্ছে না।