শিলিগুড়ি, ২২ মার্চঃ আগামী সপ্তাহে শিলিগুড়ি -দার্জিলিং সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।তার তোরজোড়ও শুরু করেছিল পুলিশ প্রশাসন।তবে বিভিন্ন কারণে সেই অনুষ্ঠানের স্থান বদল করে কাওয়াখালিতে নিয়ে যাওয়া হল।
জানা গিয়েছে, যানযট, পার্কিং সহ একাধিক সমস্যার কথা মাথায় রেখেই অনুষ্ঠানের স্থান বদলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।মঙ্গলবার কাওয়াখালিতে গিয়ে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার গৌরব শর্মা,জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, শিলিগুড়ির মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা।