দিল্লিতে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতে বাড়ি ফিরল কোচবিহারের সঙ্গীতা ও সুমাইয়া

কোচবিহার, ১ আগস্টঃ দিল্লিতে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতে বাড়ি ফিরল কোচবিহার জেলার দিনহাটা মহকুমার প্রান্ত গ্রামের বাসিন্দা দুই মেয়ে সঙ্গীতা বর্মন এবং সুমাইয়া আক্তার।তাদের এই সাফল্যে খুশির হাওয়া কোচবিহার জেলা জুড়ে।আগামীদিনে অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছে তারা এমনটাই জানা গিয়েছে।


কোচবিহারের ফেরার পর তাদের ফুলের মালা পরিয়ে পরিয়ে সংবর্ধনা জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা। সঙ্গীতা এবং সুমাইয়ার এই সাফল্যে খুশি কোচ বিক্রমাদিত্য বর্মন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişJOJOBETjojobet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom canlı casinocasinobahis