শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ বকেয়া বেতন সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালন করলো শিলিগুড়ি গর্ভমেন্ট পলিটেকনিক কলেজের অস্থায়ী নিরাপত্তা কর্মীরা।
জানা গিয়েছে, এর আগেও বেশকয়েকবার আন্দোলন করে দাবি না পূরণ হওয়ায় আজ ফের কর্মবিরতিতে সামিল হন অস্থায়ী কর্মীরা।এদিন কলেজের প্রিন্সিপালকে কলেজে ঢুকতে বাঁধা দেন তারা।
এদিন আন্দোলনকারীরা বলেন, রাজ্যের গর্ভমেন্ট পলিটেকনিক কলেজে গ্রুপ ডি’তে কর্মরত অস্থায়ী কর্মীদের দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধি হচ্ছে না, বকেয়া বেতন রয়েছে।এই নিয়ে একাধিকবার কলেজের প্রিন্সিপাল সহ বিভিন্ন বিভাগে জানানোর পাশাপাশি স্মারকলিপি দেওয়া হয়েছে।এরপর কর্তৃপক্ষের কোন হেলদোল নেই।এই কারণে আজ থেকে কর্মবিরতি শুরু করা হয়েছে।যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন কর্মবিরতি চালিয়ে যাব।