ভারত-নেপাল সীমান্তে করোনা ভাইরাসের জের, সতর্কতা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর

শিলিগুড়ি, ২৮ জানুয়ারিঃ ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে করোনা ভাইরাসের জের। রাজ্যে জারি হয়েছে কড়া সতর্কতা।বিশেষ করে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি, সীমানা এবং পশুপতি নগরে লাল সতর্কতা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।


চীনের পর করোনা ভাইরাসের জীবাণু মিলেছে নেপালে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে তৈরী রাজ্য স্বাস্থ্য দপ্তর। ইন্দো-নেপাল সীমান্তে বিশেষ হেলথ স্ক্রিনিং ক্যাম্প চালু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। চীন থেকে নেপাল হয়ে প্রচুর পর্যটক ভারতেআসেন।নেপাল থেকে প্রতিদিনই প্রচুর মানুষ সীমান্ত পারাপার করে। এই কারনেই কড়া সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর।  

নেপালের কাকড়ভিটা, পশুপতি সীমান্ত পার করে আসা বিদেশী পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে করোনা ভাইরাসের উপসর্গ থাকলে সরাসরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হচ্ছে ইন্দো-নেপাল সীমান্ত থেকে।


করোনা সংক্রমণ হাত থেকে বাঁচতে তৈরী উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডও তৈরী। ৬ বেডের ওয়ার্ড তৈরী করা হয়েছে। গড়া হয়েছে র‍্যাপিড রেসপন্স টিমও। করোনা ভাইরাস আক্রান্ত রুগী এলে তার জীবাণুর নমুনা পরীক্ষার ব্যবস্থাও থাকছে উত্তরবঙ্গ মেডিক্যালে। সবমিলিয়ে করোনা ভাইরাসের মোকাবিলায় তৈরী উত্তরবঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780