শিলিগুড়ি, ২৮ মেঃ শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় কেজিএফ গ্যাং এর আরও এক সদস্যকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ ইরশাদ।সোমবার রাতে গান্ধীনগর এলাকা থেকে গ্রেফতার হয় অভিযুক্ত।
উল্লেখ্য, গত ১৯ মে রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা করে জমি মাফিয়ারা।এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি।রাজ্যের আইনব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা।এদিকে ৪ দিন পর ঘটনায় জড়িত কেজিএফ গ্যাং এর ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ২ জনকে গ্রেফতার করা হয়।এরপর সোমবার রাতে গান্ধীনগর এলাকা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।
রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার ঘটনায় এখনও অবধি ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।তবে মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও পলাতক।তার খোঁজ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ভক্তিনগর থানার পুলিশ থেকে শুরু করে এসওজি এবং ডিডি।