শিলিগুড়ি, ১ জুনঃ শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার ঘটনায় কেজিএফ গ্যাং এর মাস্টার মাইন্ড অলোক দাস ওরফে ছোট্টকে গ্রেফতার করলো এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ।শুক্রবার রাতে খোলাচাঁদ ফাপড়ি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
অলোক দাস প্রথমে রিকভারি এজেন্ট হিসেবে কাজ করতো।পরবর্তীতে বেশকয়েকজনকে নিয়ে শিলিগুড়িতে তৈরি করে কেজিএফ গ্যাং।এই গ্যাং তৈরি হতেই শিলিগুড়িতে একের পর এক অপরাধের ঘটনা ঘটতে শুরু করে।এই গ্যাংই মাথাব্যাথার কারণ হয়ে ওঠে পুলিশের।
উল্লেখ্য, গত ১৯ মে শালুগাড়ার রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা করে জমি মাফিয়ারা।ঘটনা ঘিরে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি।৪ দিন পর ঘটনায় জড়িত কেজিএফ গ্যাং এর ৫ সদস্যকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।পরবর্তীতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে শুক্রবার রাতে খোলাচাঁদ ফাপড়ি এলাকা থেকে গ্যাং এর মাস্টার মাইন্ড অলোক দাসকে গ্রেফতার করে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ।
রামকৃষ্ণ মিশন মামলায় এখনও অবধি ৯ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।যদিও মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও অবধি পলাতক।তার খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে এসওজি এবং ডিডি।এখনও অবধি প্রদীপ রায়ের খোঁজে দার্জিলিং, কালিম্পং এবং সিকিম পর্যন্ত গিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, প্রদীপ রায় প্রতিদিনই তার জায়গা বদল করছে।যেকারনে বিভিন্ন জায়গায় চলছে পুলিশের তল্লাশি।