শিলিগুড়ি, ২০ মেঃ শিলিগুড়িতে খাবারে বিষক্রিয়ার জেরে মৃত্যু হল এক ব্যক্তির।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পরিবারের আরও চার সদস্য।মৃতের নাম মনোজ কর্মকার।
জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির বাসিন্দা মনোজ কর্মকারের বাড়িতে মাছ এবং শাক-সবজি রান্না হয়।সেই খাবারও খান তারা।রাতে মনোজ কর্মকার এবং তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে অসুস্থ বোধ করেন।পরিবারের সকলে ওষুধ খেলেও মনোজ বাবু খাননি।পরবর্তীতে সকলের শারীরিক অবস্থার অবনতি হয়।রবিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হন পরিবারের সকলে।সোমবার সকালে মৃত্যু হয় মনোজ কর্মকারের।আশঙ্কাজনক অবস্থায় মনোজবাবুর বড় ছেলেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।অন্যদিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মনোজ বাবুর স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে।
সূর্যসেন কলোনিতে ভাড়া বাড়িতে থাকতেন ও পেশায় তিনি টোটো চালক ছিলেন মনোজ কর্মকার।খবর পেয়ে সোমবার বিকেলে শিলিগুড়ি জেলা হাসপাতালে যান ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমান তপাদার।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।