শিলিগুড়ি, ১৭ জুলাইঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করল শিলিগুড়ির ক্ষণিক সংঘ।
শিলিগুড়ি ক্ষণিক সংঘের দূর্গা পুজো এবারে ৫৩তম বর্ষে পদার্পণ করছে।”পেলে শিক্ষা নিলে যত্ন মেয়ে হবে কন্যা রত্ন” থিমের মধ্যে দিয়ে এবছর দুর্গাপুজোর শহরবাসীকে চমক দিতে চলেছে তারা।এদিন ক্লাব প্রাঙ্গণে মা দুর্গার আরাধনা করে ভূমি ও খুঁটি পুজো করেন ক্লাবের সদস্যরা।
এই বিষয়ে ক্ষণিক সংঘের সম্পাদক বান্টি দত্ত বলেন, আমাদের সমাজে মেয়েরা এখনও অবহেলিত। সেই কথা মাথায় রেখে এবারের থিম।