খড়িবাড়ি, ২৬ মেঃ বিদুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে এবং একাধিক দাবিদাওয়া নিয়ে খড়িবাড়ির বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করল সারা বাংলা গ্ৰাহক সমিতি।
এদিন মিছিল করে এসে বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়।মূলত ফিক্সড চার্জ দ্বিগুণ, ডিসি আরসি মূল্যবৃদ্ধি বিরুদ্ধে খড়িবাড়ি বাজার থেকে মিছিল করে বিদ্যুৎ দপ্তরে যান সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সারা বাংলা গ্ৰাহক সমিতির দার্জিলিং জেলার সম্পাদক প্রনব সরকার, সহ সভাপতি শ্যামল সিনহা সহ অন্যান্যরা।
এই বিষয়ে দার্জিলিং জেলার সম্পাদক প্রনব সরকার বলেন, ফিক্সড চার্জ দ্বিগুণ, ডিসি আরসি মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং প্রিপেইড মিটার চালুর প্রতিবাদে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।