খড়িবাড়ি, ২৫মেঃ অবশেষে দীর্ঘদিনের দাবিপূরণ। খড়িবাড়ির গাজিজোত সংসদে পশ্চিম পাটারাম জোতে রাস্তার শিলান্যাস করা হলো।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় কোনো রাস্তা ছিলো না, সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। এদিন রাস্তার শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ।
এছাড়াও উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য ললিত বর্মন ও অন্যান্যরা। ৩ লক্ষ ২৪ হাজার টাকায় ২১১ মিটার এই রাস্তার শিলান্যাস করা হয়।