খড়িবাড়ি, ২২ জানুয়ারিঃ অয্যোধায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে উল্লাসে মাতলেন খড়িবাড়িবাসী।সোমবার খড়িবাড়ি কালিমন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হল।
এদিন শোভাযাত্রাটি খড়িবাড়ি বাজার , কদমতলা মোড়, কল্যাণ আশ্রমে হয়ে পুনরায় খড়িবাড়ির কালি মন্দিরে গিয়ে শেষ হয়।দীর্ঘ প্রতিক্ষার পর রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক মূহুর্ত শোভাযাত্রার মাধ্যমে উদযাপনে মেতে ওঠেন রামভক্তরা।প্রচুর মানুষ শোভাযাত্রায় সামিল হন।
এদিন শোভাযাত্রাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও ছিল।