খড়িবাড়ি, ১২ ডিসেম্বর: খড়িবাড়ির কল্যাণপুর এলাকার ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হল ২টি বাড়ি।
জানা গিয়েছে,বৃহস্পতিবার বাড়ি ফাঁকা রেখে পাশেই একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল পরিবার দুটি। আচমকাই বাড়ির ভেতরে আগুন দেখতে পান স্থানীয়রা। এরপরই আগুন নেভানোর কাজ শুরু করেন বাসিন্দারা।যদিও পুড়ে ছাই হয়ে যায় বাড়ি দুটি।পরে ঘটনাস্থলে পৌছায় নকশালবাড়ির দমকলের একটি ইঞ্জিন।
শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান। সঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ ও বুড়াগঞ্জ প্রধান অনিতা রায়। প্রশাসনের পক্ষ থেকে পরিবার দুটিকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন কিশোরী মোহন সিংহ।
