শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ কেন্দ্রের নয়া কৃষি বিল নিয়ে ইতিমধ্যেই বিরোধিতায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল।
তবে সমস্ত রাজনৈতিক দলের উর্দ্বে গিয়ে সাধারণ মানুষ হওয়ার সুবাদে এই বিলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে একাই পথে নামলেন দেবীডাঙার যশপ্রীত কৌর।এক কৃষক পরিবারের সন্তান হওয়ার দরূন কেন্দ্রের এই নয়া কৃষি বিলের বিরুদ্ধে তিনি একাই সরব হন।
শহরজুড়ে প্রবল বৃষ্টি, যার জেরে কেন্দ্রের কৃষি বিল নিয়ে আয়োজিত হওয়া একাধিক রাজনৈতিক মিছিল এদিন বাতিল হয়ে যায়।তবে বৃষ্টিকে মাথায় করেই হাতে ‘STAND FOR FARMER’ পোস্টার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন এই সাহসী মহিলা।
শিলিগুড়ির সেবক মোড়ে পোস্টার হাতে নিয়ে তিনি একাই ঠায় দাড়িয়ে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেন। যশপ্রীত কৌর জানান, এই বিলের বিরোধিতায় কৃষকেরা বিভিন্ন জায়গায় ধর্ণায় বসছেন, যতদিন তারা আন্দোলন চালাচ্ছেন ততদিন তিনিও আন্দোলন চালিয়ে যাবেন।