শিলিগুড়ি, ২৬ অক্টোবরঃ ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ।সোমবার শিলিগুড়িতে স্কুল কলেজ খোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা হতেই আনন্দ উচ্ছাস স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে।মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দে মাতলেন শহরের কিছু স্কুল পড়ুয়ারা।
এদিন হাশমি চকে মুখ্যমন্ত্রীকে স্কুল কলেজ খোলার জন্য ধন্যবাদ জানিয়ে পোস্টার ও মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে লাড্ডু বিতরণ করে পড়ুয়ারা।
এদিন পড়ুয়ারা জানান, করোনার জেরে দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয়েছে।অনলাইনে ক্লাস হলেও বহু অসুবিধা থাকে।ফলে এবার স্কুল কলেজ খোলায় কিছুটা সুবিধা হল।আগামী ১৬ নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ ও কলেজ প্রথম দফায় খোলা হচ্ছে।