শিলিগুড়ি, ১ এপ্রিলঃ শিলিগুড়িতে চলন্ত স্কুল বাস থেকে খুলে বেরিয়ে গেল চাকা। মঙ্গলবার সকালে জলপাইমোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসে স্কুল পড়ুয়ারাও ছিল। তবে দুর্ঘটনায় কেউ জখম হয়নি।
জানা গিয়েছে, স্কুলবাসটি বিভিন্ন স্কুলে পড়ুয়াদের যাতায়তের জন্য পাঠানো হয়। এদিন ফুলবাড়ির একটি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল।
জলপাইমোড়ের কাছে বাসটির পেছনের দিকে দুটি চাকা খুলে বেরিয়ে যায়। এই অবস্থায় কিছুটা এগিয়ে যায় বাস। ঘটনার খবর পেয়ে জলপাইমোড় ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা পৌঁছান।শহরে মাঝেমধ্যেই স্কুলবাসগুলি দুর্ঘটনার কবলে পড়ছে।যদিও পরবর্তীতে দুর্ঘটনার পর দেখা যায় স্কুল কর্তৃপক্ষগুলি দায় এড়িয়ে যায়।
যেহেতু বাসগুলি অন্য ভেন্ডারের থেকে নেওয়া হয় ফলে সেগুলি তাঁদের দেখার কথা বলে দাবি করে স্কুলগুলি। বহুবার দেখা গিয়েছে অপ্রশিক্ষিত, মদ্যপ অবস্থাতেও চালকেরা বাস চালাচ্ছেন। বাসগুলির কাগজ পত্র ঠিকঠাক থাকেনা। অথচ ট্রাফিক পুলিশের তরফে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন উঠছে।