ত্রিপাক্ষিক বৈঠকের পর অবশেষে খুলে গেল বাগডোগরার তিরহানা চা বাগান

বাগডোগরা, ২৬ ফেব্রুয়ারিঃ ত্রিপাক্ষিক বৈঠকের পর অবশেষে খুলে গেল বাগডোগরার তিরহানা চা বাগান। ১০৮ দিন পর সোমবার থেকে স্বাভাবিকের পথে বাগান।


উল্লেখ্য, গত ১০ নভেম্বর বোনাস সমস্যার জেরে বন্ধ হয়েছিল বাগডোগরার তিরহানা চা বাগান।লকআউট নোটিশ ঝুলিয়ে বাগান বন্ধ করে দেয় বাগান কর্তৃপক্ষ।এরপর থেকেই বোনাস ও মজুরির দাবিতে একাধিকবার রাজ্য সড়ক অবরোধ ও বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা।অবশেষে ২৪ ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক বৈঠক হয়।বৈঠকের পর আজ থেকে খুলে যায় বাগান।

এদিন বাগান খুললেও অধিকাংশ শ্রমিকেরা খুশি নন।তাদের অভিযোগ, বাগান খুললেও একমাস পর বোনাস ও মজুরি দেওয়ার কথা রয়েছে।এই একমাস কিভাবে চলবে।অন্যদিকে ১৮ শতাংশ বোনাস নিয়েও খুশি নন শ্রমিকেরা।


এই বিষয়ে বাগানের সিনিয়র ম্যানেজার জানান, শ্রমিকদের বকেয়া বোনাস ও মজুরি আগামীতে ২ কিস্তিতে পরিশোধ করা হবে।এই সিদ্ধান্তেই বাগান খোলা হয়েছে।

অন্যদিকে বাগানকে স্বাভাবিক রুপে ফেরানোর উদ্দেশ্য নিয়েই কাজ করার বার্তা দেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis Yeni