ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু- কি কি সুবিধা পান ভারতের রাষ্ট্রপতি?  

ভারতের নতুন রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তিনি হলেন ভারতের ১৫ তম রাষ্ট্রপতি। আগামী ২৪ শে জুলাই ভারতের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে। ২৫শে জুলাই নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হলে কি কি সুবিধা পান রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু কি কি সুবিধা পাবেন চলুন যেনে নেওয়া যাক।


১) মাসিক ৫ লক্ষ টাকা বেতন ( করমুক্ত)। সেইসঙ্গে রাষ্ট্রপতি আরও বেশ কিছু ভাতা ।

২) বিনামূল্যে যাবতীয় শারীরিক চিকিৎসা, পরীক্ষা সহ সমস্ত সুবিধা।


৩) রাষ্ট্রপতির বিশেষ গাড়ি। (কাস্টম বিল্ট মার্সিডিজ বেঞ্চ এস৬০০)। রাষ্ট্রপতির গাড়িটিকে দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি হিসেবে বিবেচনা করা হয়। বোমা, বিস্ফোরক বা অন্যান্য রাসায়নিক হামলার আটকাতে সক্ষম গাড়িটি৷ সরকারি সফরের জন্য তিনি পান একটি সুসজ্জিত লিমুজিন।

৪) বছরে ২ বার বিলাসবহুলভাবে ছুটি কাটানোর সুবিধা পান।

৫) প্রতি বছর ভারত সরকারের ২ কোটি ২৫ লাখ টাকা খরচ হয় রাষ্ট্রপতির হাউজিং, কর্মী, খাবার ও অতিথি আপ্যায়ণ সংক্রান্ত অতিরিক্ত ব্যয় বহনে।

 

মেয়াদ শেষের পর অবসর জীবনেও বেশকিছু সুবিধা পেয়ে থাকেন রাষ্ট্রপতি।

১) ১ লক্ষ ৫০ হাজার টাকার মাসিক পেনশন পান

২) সচিবালয় সংক্রান্ত সহযোগিতার জন্য স্ত্রী (বা স্বামী) মাসে ৩০ হাজার টাকা পান

৩)গৃহস্থালীর যাবতীয় ব্যবস্থাপনা-সহ একটি বাংলো

৪) দুটি ল্যান্ডলাইন এবং একটি মোবাইল ফোনের বিনামূল্যে পরিষেবা

৫)  কর্মীদের খরচ-বাবদ বছরে আরও ৬০ হাজার টাকা

৬) যেকোনও একজন সঙ্গীর সঙ্গে বিনামূল্যে বিমান ও ট্রেনে ভ্রমণের সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *