রাজগঞ্জের ফাটাপুকুর কিশোর সংঘ ক্লাবের এবারের কালিপুজোর থিম কলকাতার শহীদ মিনার  

রাজগঞ্জ, ২৮ অক্টোবরঃ কলকাতার শহীদ মিনারের আদলে পুজো মণ্ডপ তৈরি করে নজর কাড়তে চলেছে রাজগঞ্জের ফাটাপুকুর কিশোর সংঘ ক্লাব। জোরকদমে চলছে প্রস্তুতি। দর্শনার্থীদের আকর্ষনীয় পুজোমন্ডপ উপহার দিতেই এবছর তাদের কালীপুজোর থিম শহীদ মিনার।  
ফাটাপুকুর কিশোর সংঘের কালীপুজো এবছর ২৭তম বর্ষে পদার্পণ করবে। প্রায় প্রতিবছরই এই ক্লাব থিম পুজো করে থাকে। এবছর স্থানীয় ও বাইরে থেকে আসা দর্শনার্থীদের একটু অন্যরকম অনুভূতি দিতে চলেছেন তারা। 
ক্লাবের সংস্কৃতি সম্পাদক শুভঙ্কর ঘোষ বলেন ‘বেশকয়েক বছর থেকে থিম পুজো করা হলেও করোনার জন্য গতবছর সমস্যায় পড়তে হয়, কিন্তু এবছর থিম পুজো করা হচ্ছে। কলকাতার শহীদ মিনারের আদলে তৈরি হচ্ছে পুজোমন্ডপ। ১০ ফুট উচ্চতার সাবেকি কালীমূর্তি তৈরি করা হচ্ছে। থাকছে চন্দননগরের আলোকসজ্জা। করোনাবিধি মেনে পুজোর আয়োজনের পাশাপাশি করোনা সচেতনতা নিয়েও প্রচার করা হবে। পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *