নিখোঁজ জওয়ানের ব্যাঙ্কের পাসবইয়ের তথ্য যাচাই, ট্রেনের প্যাসেঞ্জার লিস্ট খতিয়ে দেখছে পুলিশ

শিলিগুড়ি, ১৯ জানুয়ারি : শিলিগুড়িতে নিখোঁজ সেনা জওয়ানের খোঁজে এবার ট্রেনের প্যাসেঞ্জার লিস্ট এবং ব্যাঙ্কের পাসবইয়ের তথ্য সংগ্রহ করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। কোথাও ব্যাঙ্ক থেকে টাকা তোলা হয়েছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনে যতগুলি ক্যামেয়ায় জওয়ানের ছবি ধরা পরেছে সেই ক্যামেরা গুলির ফুটেজ সংগ্রহ করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ফের একবার নতুন করে ওই ফুটেজ গুলি দেখবেন তদন্তকারী আধিকারিকেরা।


পুলিশ সূত্রে খবর, ওই সেনা জওয়ান এনজেপিতে নেমে স্থানীয় অটো চালকদের সঙ্গে কথাও বলেছিলেন। সেবক যাবে বলে কথা বলেছিলেন।  কিন্তু এরপর আর অটো না নিয়ে হেঁটেই স্টেশনের বাইরে চলে যান। সেখানে কেউ ওই জওয়ানের  জন্যে অপেক্ষা করছিল কি না সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গত ১১ তারিখ থেকে নিখোঁজ রয়েছেন অন্ধ্রপ্রদেশের বাসিনা সেনা জওয়ান বীরব্রক্ষ্মানন্দ রেড্ডি। তাঁর খোঁজে রাতের ঘুম উড়েছে শহরের পুলিশকর্মীদের। শিলিগুড়ি থেকে ফাঁসিদেওয়া ঘুরে বেড়াচ্ছে পুলিশ। কমিশনারেট সুত্রে খবর,  গত ১৭ তারিখ ফাঁসিদেওয়া এলাকায় এক ভবঘুরেকে দেখা গিয়েছে। ওই ভবঘুরের সঙ্গে সেনা জওয়ানের মিল রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জওয়ানের খোঁজও করেছে। কিন্তু পুলিশ যেতে যেতে আর ওই ব্যক্তিকে এলাকায় পাওয়া যায়নি। তাই ফুলবাড়ি,ফাঁসিদেওয়া,লিউসিপাকড়ি সহ আশেপাশের এলাকায় ফাঁসিদেওয়া থানার পুলিশকেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই জওয়ানের মতো কাওকে দেখা গেলেই আটকে রেখে স্থানীয় থানায় খবর দিতে বলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *