শিলিগুড়িতে সক্রিয় কেএলও সদস্যকে গ্রেফতার করলো এসটিএফ

শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে সক্রিয় কেএলও সদস্যকে গ্রেফতার করলো এসটিএফ।ধৃতের নাম তাপস রায়।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ১০দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত।


জানা গিয়েছে, কেএলও চিফ জীবন সিংহের সঙ্গে যোগাযোগ করে মায়ানমার গিয়ে প্রশিক্ষণ নিয়েছিল তাপস রায়।এরপর নাগাল্যান্ডের জঙ্গলে কয়েকবছর লুকিয়ে ছিল সে।যদিও নাগাল্যান্ড পুলিশের হাতে ধরা পড়ে।এরপর নাগাল্যান্ড পুলিশ তাপস রায়কে অসম পুলিশের হাতে তুলে দেয়।অসম জেল থেকে চার মাস ছাড়া পায় সে।জেল থেকে ছাড়া পেয়েই ফের বাংলাদেশের কেএলও চক্রের সঙ্গে যোগাযোগ করে তাপস রায়।অসমের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ফান্ড সংগ্রহ করে আগ্নেয়াস্ত্রও কেনে।এই খবর পায় এসটিএফ।এরপরই শুরু হয় তাপস রায়ের খোঁজ।   

এসটিএফ এর ডিএসপি সুদীপ ব্যানার্জী বলেন, তাপসের ওপর নজর রাখা হচ্ছিল।তাকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার নোটিশ পাঠানো হয়েছিল।নোটিশে সাড়া দিয়েই আজ এসটিএফ কার্যালয়ে পৌঁছায় কেএলও তাপস রায়।জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয় তাকে।বাংলাদেশের কেএলও চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে তার।প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্রও রয়েছে তার কাছে।আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে আদালতে পেশ করে দশ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *