শিলিগুড়ি,১ মেঃ কোটা থেকে শিলিগুড়িতে এসে পৌছাল পড়ুয়াদের বাস।ইতিমধ্যেই একটি বাস এসে পৌঁছেছে কাওয়াখালিতে।অন্যান্য বাসগুলিও কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে।কাওয়াখালিতে প্রশাসনের তরফে ক্যাম্প করা হয়েছে এবং সেখানে বাসের বন্দোবস্ত করা হয়েছে।পড়ুয়ারা কাওয়াখালিতে আসার পর নির্দিষ্ট জেলার বাসে করে তাদের জেলায় যেতে পারবেন।এরপর সেখানে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে।
প্রসঙ্গত,লকডাউনের জেরে রাজস্থানের কোটায় প্রচুর পড়ুয়া আটকে ছিল।পরবর্তীতে রাজ্য সরকার সেইসব পড়ুয়াদের এবং তাদের সঙ্গে থাকা অভিভাবকদের ফেরানোর ব্যবস্থা করে।সেইমতো তাদেরকে সেখান থেকে বাসে করে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হয়েছে।