শিলিগুড়ি,২ জুলাইঃ প্রতিদিন কয়েক হাজার গাড়ির চলাচল৷ মাঝেমধ্যেই যানজটে আটকে পড়েন পর্যটকেরা৷ এ দিকে দুর্ঘটনাও ঘটছে৷যেকারণে এবার শালবাড়ি-সুকনার রাস্তায় নজরদারি রাখতে নতুন ট্র্যাফিক ফাঁড়ির উদ্বোধন হল৷
শনিবার শালবাড়ি কৃষক বাজারের সামনে নতুন ট্র্যাফিক ফাঁড়ির উদ্বোধন করেন পুলিশ কমিশনার গৌরব শর্মা৷ শালবাড়ি সুকনা হয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি পাহাড়ে যাওয়া আসা করে৷ মাঝেমধ্যেই এই রাস্তায় দুর্ঘটনাও ঘটছে৷ যেকারণে নজরদারি রাখার জন্য ট্র্যাফিক ফাঁড়িটি খোলা হয়েছে৷
এদিন পুলিশ কমিশনার বলেন, ট্র্যাফিক ফাঁড়িটিতে একজন ওসি সহ পুলিশ কর্মীরাও থাকছেন৷ দিনভর এই রাস্তায় তাদের নজর থাকবে৷ এছাড়া যেসব জায়গায় ট্র্যাফিক সংক্রান্ত সমস্যা রয়েছে সেসব জায়গায় গত কয়েকমাসে বেশকিছু ট্র্যাফিক ফাঁড়ি খোলা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার৷