‘কৃষি জমি অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধ করা হোক’-দাবিতে জেলাশাসককে স্মারকলিপি প্রদান

শিলিগুড়ি,৭ জুলাইঃ নকশালবাড়ি মনিরাম অঞ্চলে গোর্খা ব্যাটেলিয়নের ট্রেনিং সেন্টার তৈরির জন্য ক্ষুদ্র কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।অবিলম্বে এই পদক্ষেপ বন্ধের দাবি জানিয়ে দার্জিলিং জেলাশাসককে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা।


জানা গিয়েছে, গোর্খা ব্যাটেলিয়ান ট্রেনিং সেন্টার সহ বেশ কিছু সরকারি কাজের জন্য সরকারের পক্ষ থেকে নকশালবাড়ি মনিরাম অঞ্চলে সুরজ বর মৌজার ১০৫ একর কৃষি জমি অধিগ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে অন্য কৃষি অযোগ্য জমি সরকার অধিগ্রহন করুক  এই দাবি নিয়ে দার্জিলিং জেলাশাসককে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা।

সংগঠনের পক্ষ থেকে গৌতম ঘোষ জানান, তাদের সংগঠন সরকারি উন্নয়নমূলক কাজের পক্ষে।কিন্তু সরকারি কাজে চাষযোগ্য কৃষি জমি অধিগ্রহন তারা কোনমতেই মানবে না।ওই জমির উপর প্রায় ৮০ থেকে ৯০টি পরিবারের জীবিকা নির্ভর করে।তাই তারা কোনভাবেই এই সিদ্ধান্ত বরদাস্ত করবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *