স্বপ্না বর্মনের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী

জলপাইগুড়ি, ১৮ জুলাইঃ সোনাজয়ী স্বপ্না বর্মন এর বাড়িতে অভিযান চালানোর পরই বিভিন্ন মহলে এই অভিযানের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী এই ঘটনার নিন্দা প্রকাশ করেন। এই বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তকে বদলির নির্দেশ দেন। 


এদিকে সঞ্জয় দত্তের বদলির নির্দেশ আসার পর থেকেই বেলাকোবার বিভিন্ন গ্রামের এলাকাবাসী বিশেষ করে বনবস্তি এলাকার অধিবাসীরা তার বদলির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।

শনিবার স্বপ্না বর্মনকে আশ্বস্ত করতে তার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। স্বপ্না বর্মনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি এবং এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।


কৃষ্ণকুমার কল্যাণী জানান, একজন অর্জুন পুরষ্কারপ্রাপ্তের বাড়িতে এভাবে কোনো বন অধিকারিকের অভিযান কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ