রাউন্ড টেবিল ইন্ডিয়া ও লেডিস সার্কেল ইন্ডিয়ার তরফে বিশেষ চাহিদা সম্পন্নদের কৃত্রিম অঙ্গদান

শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ রাউন্ড টেবিল ইন্ডিয়া ও লেডিস সার্কেল ইন্ডিয়ার যৌথ উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্নদের কৃত্রিম অঙ্গদান করা হল।


মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের উত্তরবঙ্গ মাড়োয়ারি বিকলাঙ্গ কেন্দ্রে ১৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে কৃত্রিম পা লাগিয়ে দেওয়া হয়।পাশাপাশি তাদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়।

এদিন লেডিস সার্কেল ইন্ডিয়ার চেয়ারপার্সন নেহা সিংহানিয়া বলেন, বিশেষ চাহিদা সম্পন্নদের অঙ্গদান করার মূল উদ্দেশ্য হল যাতে তারা স্বাধীনভাবে নিজের শক্তিতে দুপায়ে দাঁড়াতে পারে।


অন্যদিকে এদিন রাউন্ড টেবিল ইন্ডিয়া,লেডিস সার্কেল ইন্ডিয়া, দাগাপুর চা বাগানের ম্যানেজার সন্দীপ ঘোষ ও দাগাপুর চা বাগান মেডিক্যাল অফিসার নিতাই কৃষ্ণ মল্লিকের যৌথ উদ্যোগে দাগাপুর চা বাগানে প্রাথমিক স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এদিন চা বাগানের ১৫০ জন শ্রমিক চক্ষু পরীক্ষা করান।

এই বিষয়ে রাউন্ড টেবিল ইন্ডিয়ার সদস্য সুমিত সিংহাল বলেন, চা বাগানের শ্রমিকদের চশমা কিংবা চোখের ছানি অপারেশনের দরকার থাকলে তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *